Search any words, questions and so on here.

শুন্য থেকে জিআরই (GRE) প্রস্তুতিঃ পর্ব - ০৫

শুন্য থেকে জিআরই (GRE) প্রস্তুতিঃ  পর্ব - ০৫

শুন্য থেকে জিআরই প্রস্তুতির অদ্যাবদি পর্বগুলোতে জিআরইর বিভিন্ন অংশের জন্য প্রস্তুতির পদ্ধতি এবং প্রশ্ন সমাধানের উপায় নিয়ে আলোচনা হয়েছে. কিন্তু জিআরইর জন্য অনেকেই একটি রুটিন কিংবা প্লানের কথা জিজ্ঞেস করেন


আসলে জিআরই পরীক্ষার জন্য প্রস্তুতি নেয়া মানুষের মধ্যে আমাদের দেশে তিন শ্রেণীর মানুষ রয়েছে -


# যারা ফুল-টাইম জিআরইর জন্য প্রস্তুতি নেন 
# যারা ফুল-টাইম পড়াশোনার পাশাপাশি জিআরইর প্রস্তুতি নেন 
# যারা ফুল-টাইম চাকরি কিংবা অন্য কিছু করার পাশাপাশি জিআরইর প্রস্তুতি নেন 


মূলত এবং শ্রেণীর মধ্যে যারা পড়েন তাদের জন্য অভিন্ন প্ল্যান দরকার. আবার যারা শ্রেণী এর মধ্যে পড়েন তাদের জন্য অন্য রকম প্ল্যান.
মূল দুই শ্রেণীর মানুষের মধ্যে আবার দুই ধরণের প্রার্থী রয়েছেন - যাদের বেসিক ভালো এবং যাদের বেসিক ভালো না
জিআরইর প্রস্তুতির জন্য কি কি বই লাগবে তার তালিকা আগের পোস্টগুলোতে বলা হয়েছে
মোটামুটি সবকিছু এবং সব শ্রেণীর মানুষ বিবেচনা করে প্রত্যেক শ্রেণীর জন্য এই স্টাডি প্ল্যানটি তৈরী করা.

. যাদের বেসিক ভালো তাদের জন্য ফুল-টাইম প্রস্তুতির রুটিন :


যাদের বেসিক ভালো কিন্তু যারা ফুল-টাইম প্রস্তুতি নিবেন তারা শুরু করবেন এইভাবে

<> প্রথম সপ্তাহের মধ্যে Touhidur Rahman's Special Magoosh 1400+ বইটি ভালো করে পরে ফেলতে হবে. শব্দ এবং তার অর্থ কেবল বুঝে বুঝে পড়তে হবে, মুখস্ত করার দরকার নেই. এই প্রসঙ্গে বিগত পর্বগুলোতে বলা হয়েছে
<> তারপর শুরু করতে হবে ETS Official GRE Guide অনুশীলনের মাধ্যমে. সপ্তাহের মধ্যে বইটি শেষ করতে হবে
<> তারপর পড়তে হবে Official Verbal guide এবং Official Quant guide . এই বইগুলো শেষ করতে হবে - সপ্তাহের মধ্যে
<> এর পর শুরু করতে Manhattan 5lb থেকে অনুশীলন করা. এই রকম অনুশীলন করতে হবে - সপ্তাহ. পাশাপাশি AWA এর জন্যও অনুশীলন করতে হবে প্রায় সপ্তাহের মতো
<> শেষের দিকে - সপ্তাহ রাখতে হবে শেষের একদম প্রস্তুতির জন্য. এই সময় কেবল অফিসিয়াল গাইড থেকে random basis অনুশীলন করে নিজের প্রস্তুতি দেখতে হবে. আরো ভালো হয় যদি ETS GRE Powerprep Software/CD দিয়ে পরীক্ষা দেয়া যায়.

 

. যাদের বেসিক ভালো নয় তাদের জন্য ফুল-টাইম প্রস্তুতির রুটিন :

যাদের বেসিক ভালো নয় কিন্তু যারা ফুল-টাইম প্রস্তুতি নিবেন তারা শুরু করবেন এইভাবে

<> প্রথম থেকে মাস Khairul's Basic Math এবং Touhidur Rahman's Special Magoosh 1400+ ভালো করে শেষ করবেন
<>
তারপর পরবর্তী মাস GRE Bigbook থেকে reading comprehension অনুশীলন করবেন. পাশাপাশি Mondol's Magic Math থেকে গণিতের শর্টকাটগুলো শিখবেন
<>
তারপর পরবর্তী মাসের মধ্যে ETS Official GRE Guide এবং Manhattan 5lb বইগুলো শেষ করতে হবে
<>
এরপর আরো মাসের মধ্যে Official Verbal guide এবং Official Quant guide শেষ করতে হবে. পাশাপাশি AWA এর জন্যও অনুশীলন করতে হবে প্রায় সপ্তাহের মতো
<>
সবশেষে
নিজের স্কোর এবং ভুল-ত্রূটিগুলো চেক করে নিতে হবে ETS GRE Powerprep Software/CD ব্যবহার করে.

. যাদের বেসিক ভালো তাদের জন্য পার্ট-টাইম প্রস্তুতির রুটিন

পার্ট-টাইম প্রস্তুতি নেয়া অনেক কষ্টের ব্যাপার মনে হলেও কিছু পদ্ধতি মেনে চললে পার্ট-টাইম পরেও ভালো একটা প্রস্তুতির চেষ্টা করা যেতে পারে. তবে পার্ট-টাইম প্রস্তুতি নিতে চাইলে আপনাকে অবশ্যই অন্তত - মাস সময় দিয়ে পড়তে হবে. সবচেয়ে বেশি পড়াশোনার চেষ্টা করতে হবে ছুটির দিনগুলোতে. এছাড়াও অফিসের কাজের মাঝে বিরতিতে কিংবা বাসে জ্যামের মধ্যে অঝতা বসে না থেকে একটু সময় দিলেই কিন্তু হয়ে যায়. বিষয়টি কঠিন মনে হতে পারে কিন্তু সম্ভব

যাদের বেসিক ভালো কিন্তু পার্ট-টাইম প্রস্তুতি নিতে আগ্রহী তারা নিচের পদ্ধতিতে এগুতে পারেন

<> প্রথম সপ্তাহের মধ্যে Touhidur Rahman's Special Magoosh 1400+ বইটি ভালো করে পরে ফেলতে হবে. শব্দ এবং তার অর্থ কেবল বুঝে বুঝে পড়তে হবে, মুখস্ত করার দরকার নেই. এই প্রসঙ্গে বিগত পর্বগুলোতে বলা হয়েছে
<>
তারপর শুরু করতে হবে ETS Official GRE Guide অনুশীলনের মাধ্যমে. - সপ্তাহের মধ্যে বইটি শেষ করতে হবে
<>
তারপর পড়তে হবে Official Verbal guide এবং Official Quant guide . এই বইগুলো শেষ করতে হবে - সপ্তাহের মধ্যে
<>
এর পর শুরু করতে Manhattan 5lb থেকে অনুশীলন করা. এই রকম অনুশীলন করতে হবে - সপ্তাহ. পাশাপাশি AWA এর জন্যও অনুশীলন করতে হবে প্রায় সপ্তাহের মতো
<>
শেষের দিকে - সপ্তাহ রাখতে হবে শেষের একদম প্রস্তুতির জন্য. এই সময় কেবল ভালো হয় যদি ETS GRE Powerprep Software/CD দিয়ে পরীক্ষা দেয়া যায়.

. যাদের বেসিক ভালো নয় তাদের জন্য পার্ট-টাইম প্রস্তুতির রুটিন :

পার্ট-টাইম প্রস্তুতি নিতে চান এমন অনেকেই আবার আছেন যাদের বেসিক ভালো নয়. তাদের জন্য দরকার ১০-১১ মাস মেয়াদি প্ল্যান. অনেকেই জিজ্ঞেস করতে পারেন এত লম্বা সময় কেন
আসলে জিআরই পরীক্ষা দিতে কেবল লেখাপড়ার প্রস্তুতি নয় বরং আর্থিক প্রস্তুতিরও ব্যাপার আছে. তাই মোটামুটি ভালো প্রস্তুতি ছাড়া পরীক্ষা দেয়া একেবারেই বোকামি হবে

 

যাদের বেসিক ভালো নয় কিন্তু পার্ট-টাইম প্রস্তুতি নিতে আগ্রহী তারা নিচের পদ্ধতিতে এগুতে পারেন

<> প্রথম থেকে মাস Khairul's Basic Math এবং Touhidur Rahman's Special Magoosh 1400+ ভালো করে শেষ করবেন
<>
তারপর পরবর্তী - মাস GRE Bigbook থেকে reading comprehension অনুশীলন করবেন. পাশাপাশি Mondol's Magic Math থেকে গণিতের শর্টকাটগুলো শিখবেন
<>
তারপর পরবর্তী - মাসের মধ্যে ETS Official GRE Guide এবং Manhattan 5lb বইগুলো শেষ করতে হবে
<>
এরপর আরো - মাসের মধ্যে Official Verbal guide এবং Official Quant guide শেষ করতে হবে. পাশাপাশি AWA এর জন্যও অনুশীলন করতে হবে প্রায় সপ্তাহের মতো
<>
সবশেষে নিজের স্কোর এবং ভুল-ত্রূটিগুলো চেক করে নিতে হবে ETS GRE Powerprep Software/CD ব্যবহার করে
যে কোনো পরীক্ষার প্রস্তুতি ভালো করে নিতে পারলে মোটামুটি স্কোর ভালো করার প্রবণতা অনেক বেশি থাকে. জিআরই' ক্ষেত্রে এই বিষয়টি সবচেয়ে বেশি প্রযোজ্য.
 

প্রথম পর্বের লিঙ্ক

দ্বিতীয় পর্বের লিঙ্ক

তৃতীয় পর্বের লিঙ্ক

ভালো থাকুন, নিরাপদে থাকুন. 
আর অন্যায়কে সর্বদা না বলুন. একে অন্যের সাহায্য করুন. 

Acquiring knowledge does not have a full-stop, rather it always has comma - Ahad

===========================================================================================

যারা জি,আর,ই ভারবাল নিয়ে চিন্তিত তারা ভিডিও গুলো দেখতে পারেনঃ জি ,আর, ই হাই ফ্রিকুয়েন্সি ওয়ার্ড

জি,আর,ই জিওমেট্রি পার্ট নিয়ে যারা চিন্তিতঃ জিওমেট্রি ইন ওয়ান প্লে লিস্ট

You would also like to know: I20 is the most important document that you will need for a student visa in the USA.

Related Posts


Recent Posts


Categories


Tags