Search any words, questions and so on here.

প্রফেসরদের লিস্ট যারা (biochemistry/botany, plant science /CSE/EEE/mechanical/civil/chemical) মাস্টার্স/পিএইচডির জন্য ক্যানাডা যেতে চান।

প্রফেসরদের লিস্ট যারা (biochemistry/botany, plant science /CSE/EEE/mechanical/civil/chemical) মাস্টার্স/পিএইচডির জন্য ক্যানাডা যেতে চান।

লিখেছেনঃ মোহাম্মদ নাজমুল হাসান (Md Nazmul Hasan)

Fall সেমিস্টারের জন্য অনেকেই Canada তে আবেদনের প্রস্ততি নিচ্ছেন। অনেকেই প্রফেসরদের ইমেইল করতেছেন। নিচে আমি কিছু প্রফেসরদের লিস্ট করেছি যারা (biochemistry/botany, plant science /CSE/EEE/mechanical/civil/chemical) মাস্টার্স/পিএইচডি ক্যান্ডিডেট খুজতেছেন। এদেরকে নক করতে ভুলবেন না।

Botany, plant science:

-----------------------------

কানাডার University of Victoria, বায়োলজি ডিপার্টমেন্টের প্রফেসর ও সেন্টার ফর ফরেস্ট্রির ডিরেক্টর Dr. Peter Constabel তার প্রজেক্টের জন্য একজন মাস্টার্স অথবা পিএইচডি স্টূডেন্ট খুজতেছেন।

প্রফেসরের বায়ো সম্পর্কে জানতে: http://web.uvic.ca/~cpc/index.html

প্রজেক্টের বিস্তারিত:

A PhD or MSc student position is available immediately for an ongoing research project on the biochemistry of plant defense in poplar (Populus spp). The primary objective is to characterize enzymes in the biosynthetic pathway of the salicinoids, major anti-herbivory phenolic chemicals

found in poplar and willows. Despite their ecological and potential medicinal importance, their biosynthesis is not known. The student’s project will involve the validation of candidate genes using genomic analyses, characterization of recombinant enzymes, and generation and analysis of CRISPR-modified transgenic poplars.

প্রজেক্টের সার্কুলার পড়ুন এই লিংকে https://www.uvic.ca/research/centres/forestbiology/

মোবাইল ডিভাইস দিয়ে ব্রাউজ করে থাকলে, ওয়েবপেইজের মাঝের দিকে “opportunities to join us” এ ক্লিক করলে সার্কুলার লিংক পাবেন। আর ডেস্কটপে হলে, পেইজের হাতের ডান দিকে উপরে ওই লিংকটা পাবেন।

আগ্রহী botany/agri plant science এর ক্যান্ডিডেটগণ ফান্ডিং এবং অন্যান্য তথ্যের জন্য প্রফেসরকে ইমেল করুন: cpc@uvic.ca

প্রফেসরের কারেন্ট প্রজেক্ট সম্পর্কে জানতে:

http://web.uvic.ca/~cpc/research.html

Biochemistry, Microbiology:

-------------------------------------

University of calgary এর Cumming School of Medicine, Charbonneau Cancer Institute, University of Calgary and Alberta Children’s Hospital এর প্রফেসর Dr. Narendran একজন মাস্টার্স/পিএইচডি/পোস্ট-ডক খুজতেছেন। প্রজেক্টের বিষয়বস্তু cancer, novel therapeutic approaches to antitumor vaccines. বিস্তারিত জানতে: https://www.ucalgary.ca/bmb/profiles/dr-aru-narendran

----------------------------------------------------------------------------

Carleton University, Canada তে সম্প্রতি Dr. Jennifer Bruin Dept. of Biology তে এসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে জয়েন করেছেন এবং নিজের রিসার্চ ল্যাব গঠন করছেন। তার রিসার্চ টিমের জন্য তিনি মোটিভেটেড MSc এবং PhD ক্যান্ডিডেট খুজতেছেন।

প্রফেসর Bruin কাজ করেন ডায়াবেটিস রোগের প্যাথোজেনেসিস নিয়ে, ইন্সুলিন নি:সরনকারী বেটা সেল নিয়ে, প্যানক্রিয়াসের islet নিয়ে এবং রিলেটেড ফিল্ড গুলোতে।

তার রিসার্চ ফিল্ড সম্পর্কে জানতে: https://www.bruinlab.com/research

আগ্রহী MS বা PhD ক্যান্ডিডেটগন যাদের ব্যাকগ্রাউন্ড বায়োকেমিস্ট্রি, মাইক্রোবায়োলজি, বায়োলজি রিলেটেড সাব্জেক্ট তারা প্রফেসর কে ইমেল করতে পারেন: jennybruin@cunet.carleton.ca

Carleton University তে Fall 2019 তে ফান্ডিং এর জন্য বিবেচিত হতে হলে বায়োলোজি ডিপার্টমেন্টে এপ্লিকেশনের ডেডলাইন ১ মার্চ ২০১৯. IELTS 6.5 লাগবে (মিনিমাম 6 প্রতি মডিউলে)। ইউনিভার্সিটির অনলাইন এপ্লিকেশন ফি $100।

এপ্লিকেশন সম্পর্কে বিস্তারিত জানতে ভিজিট করুন:

https://graduate.carleton.ca/international/

CSE:

------

Canada তে Carleton University তে dept. of computer science এ প্রফেসর Dr. Majid Komeili এই বছর এসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে জয়েন করেছেন। নিজের রিসার্চ টিমের জন্য Fall 2019 এর জন্য উনি Masters এবং PhD ক্যান্ডিডেট খুজতেছেন।

প্রফেসর তার ক্যারিয়ার লাইফ জাস্ট শুরু করেছেন। ইয়াং প্রফেসররা যথেষ্ট পরিমানে হার্ড ওয়ার্কিং, এবং পাবলিকেশন ও রিসার্চের প্রতি প্যাশনেট থাকেন। সাধারণত এনারা স্টুডেন্টদের অনেক সময় দেন, হাতে ধরে শিখিয়ে পড়িয়ে দেন। অনেক পরিশ্রম করতে হয় কিন্ত দিন শেষে প্রাপ্তির খাতা ছাত্র ছাত্রীদেরই ভারী হয়। যাই হোক উনি রিসার্চ করেন Artificial intelligence, machine learning, speech/language processing, computer vision, neural network, Biomedical physiological signal processing (EEG, ECG, ASSR, TEOAE)

বিস্তারিত জানতে পড়ুন:

http://people.scs.carleton.ca/~majidkomeili/#joining

প্রফেসরের ইমেল: majid.komeili@carleton.ca

-----------------------------------------------------------------------------------

Carleton University তে dept. of computer science এর আরেক এসিস্ট্যান্ট প্রফেসর Dr. Oliver van Kaick ও মোটিভেটেড গ্রাজুয়েট ক্যান্ডিডেট খুজতেছেন। তবে তার গবেষণার বিষয়বস্তু computer graphics and, more specifically, in the analysis, creation, and manipulation of shapes, especially 3D objects

বিস্তারিত জানতে: http://people.scs.carleton.ca/~olivervankaick/

প্রফেসরের ইমেল: oliver.vankaick@carleton.ca

Carleton University তে Fall 2019 তে ফান্ডিং এর জন্য বিবেচিত হতে হলে এপ্লিকেশনের ডেডলাইন ১ মার্চ ২০১৯. IELTS 6.5 লাগবে (মিনিমাম 6 প্রতি মডিউলে)। ইউনিভার্সিটির অনলাইন এপ্লিকেশন ফি $100।

এপ্লিকেশন সম্পর্কে বিস্তারিত জানতে ভিজিট করুন:

https://graduate.carleton.ca/international/

EEE:

--------------------------------

Carleton University তে প্রফেসর Dr. Shulabh Gupta Asst. professor হিসেবে সম্প্রতি Department of Electronics এ জয়েন করেছেন। তার রিসার্চ টিম তিনি খুব শীঘ্রই শুরু করতে যাচ্ছেন। এজন্য বেশ কিছু মাস্টার্স ও পিএইচডি ক্যান্ডিডেট নেবেন।

তার গবেষণার বিষয়বস্তু electromagnteics, antenna, mm-Wave metamaterials, Metasurfaces and related areas. An ideal candidate should have experience in microwave engineering, and electromagnetic fundamentals.

প্রফেসরের সম্পর্কে জানতে:

http://www.doe.carleton.ca/~shulabh.gupta/

ইন্টারন্যাশনাল ক্যান্ডিডেটগণ সরাসরি প্রফেসরকে ইমেল করবেন: shulabh.gupta@carleton.ca

Mechanical engineering:

--------------------------------

University of Windsor এর Dept. of Mechanical, Automotive, and material engineering এর প্রফেসর Dr. Ming Zheng Mechanical এর ল্যাব Clean Combustion Engine Laboratory তে ওপেন পজিশন আছে মাস্টার্স/ পিএইচডির জন্য। তার গবেষণার বিষয়বস্তু মূলত Advanced Clean Engine Combustion, Deterministic Ignition and Control Research, Bio-fuel Research, Active Flow Control Exhaust After-treatment এগুলা নিয়ে।

তার ইমেল এড্রেস: mzheng@uwindsor.ca

বিস্তারিত জানতে: http://www.uwindsor.ca/cleancombustion/308/open-positions

Civil engineering:

-----------------------

University of Calgary Civil engineering dept এ প্রফেসর Dr. Martin Jasso রিসেন্টলি এসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে জয়েন করেছেন এবং মোটিভেটেড মাস্টার্স/পিএইচডি স্টুডেন্ট খুজতেছেন। তার গবেষণার বিষয়বস্তু chemical and thermo-mechanical characterization of asphalt binders, impact of aging on chemical composition and rheological properties of asphalt binders, flexible asphalt pavements etc.

বিস্তারিত জানতে: https://schulich.ucalgary.ca/profiles/martin-jasso

প্রফেসরের ইমেইল: mjasso@ucalgary.ca

Chemical engineering:

----------------------------

University of Calgary এর dept. of Chemical and petroleum engineering এর এসিস্ট্যান্ট প্রফেসর Dr. Md Golam Kibria মাস্টার্স/পিএইচডি স্টুডেন্ট খুজতেছেন। তার গবেষণার বিষয়বস্তু: nano-material synthesis for next generation catalysis, CO2 electro-reduction, water oxidation reaction (OER) and hydrogen evolution reaction (HER) catalysis, alcohol oxidation reaction, device engineering, techno-economic analysis etc.

বিস্তারিত জানতে:https://schulich.ucalgary.ca/profiles/md-golam-kibria

প্রফেসরের ইমেইল: md.kibria@ucalgary.ca

----------------------------------------------------------------------------

University of Calgary এর dept. of Chemical and petroleum engineering ও Centre for Environmental Engineering Research and Education এর আরেক প্রফেসর Dr. Joule Bergerson তার টিমের জন্য মোটিভেটেড PhD ক্যান্ডিডেট খুজতেছেন। তার গবেষনার বিষয়বস্তু Systems-level analysis for policy and decision making of energy system investment and management.

বিস্তারিট তার ল্যাবের ওয়েব সাইটে: https://www.ucalgary.ca/jbergers/

প্রফেসরের ইমেইল: jbergers@ucalgary.ca

All the best!

যারা জি,আর,ই ভারবাল নিয়ে চিন্তিত তারা ভিডিও গুলো দেখতে পারেনঃ জি ,আর, ই হাই ফ্রিকুয়েন্সি ওয়ার্ড

You would also like to know: I20 is the most important document that you will need for a student visa in the USA.

Related Posts


Recent Posts


Categories


Tags