Search any words, questions and so on here.

কীভাবে টোফেল পরীক্ষায় খুব সহজে বেশ ভালো স্কোর করা যায়

কীভাবে টোফেল পরীক্ষায় খুব সহজে বেশ ভালো স্কোর করা যায়

লেখক পরিচিতিঃ 

Amit Hasan Arpon

Department of Nuclear Engineering, University of Dhaka

 

টোফেল পরীক্ষা সহজ পরীক্ষা। কীভাবে এই পরীক্ষায় সহজে বেশ ভালো স্কোর করা যায় সে সম্পর্কে একটা পোস্ট দিচ্ছি। এটা প্রিপারেশন প্ল্যান না। এটা একটা স্ট্র‍্যাটেজি গাইড+ওয়াকথ্রু। যার যেভাবে ইচ্ছা হয় সেভাবে এই গাইডটাকে ব্যবহার করবেন। কারো উপকার করতে পারলে ভাববো পোস্টটা স্বার্থক হয়েছে। আর কথা না বাড়িয়ে শুরু করছি।

যা যা জিনিস আপনার সংগ্রহ করতে হবে:

১) Official Guide to TOEFL এর পিডিএফ
২) TPO সফটওয়্যার
৩) ইউটিউবের ১ টা চ্যানেল: English Lessons with Adam- Learn English [engvid]

এগুলো আপনি যেখানে পাবেন:

১) ফাইল সেকশনে আপলোড করা হবে
২) এই লিংকে গিয়ে নামিয়ে নিন:
https://mahbubhimu.wordpress.com/…/toefl-tpo-download-and-…/
৩) ইউটিউবে সার্চ করে বের করুন

এগুলো যোগাড় করার পর করণীয়:

১) প্রথমেই TPO সফটওয়্যার ইন্সটল করে নিন
২) এবার TPO থেকে একটা reading আর একটা listening পরীক্ষা দিয়ে ফেলেন
৩) এবার Official Guide থেকে স্কোরিং চার্ট দেখে নিজের রিডিং আর লিসেনিং এর raw স্কোরকে স্কেলড স্কোরে রুপান্তর করুন। নিজের অবস্থা বুঝতে পারবেন।
৪) তারপর একটা ফোন নিয়ে বসে একটা স্পিকিং সেকশন দিয়ে ফেলেন। রেকর্ড করে নিবেন ফোনে। 
৫) Official Guide থেকে speaking scoring rubric দেখে বুঝে নেন কাহিনী কী। তারপর নিজেকে মার্কস দিন রেকর্ডিং শুনে।
৬) writing দেন একটা। essay দুইটা কপি করে রাখবেন মাইক্রোসফট ওয়ার্ডে। প্রথমটা লেখার পর কপি করে ওয়ার্ডে পেস্ট করবেন। তারপর আবার TPO তে ঢুকে ওই টেস্টে গিয়ে রাইটিং এর প্রথমটা স্কিপ করে দ্বিতীয়টা লিখবেন, কপি করবেন। একবারে দুইটা কপি করা যায় না। 
৭) Official Guide থেকে writing scoring rubric দেখে নিজেকে মার্কস দিন।

*** নিজের উপর দয়া করে স্পিকিং, রাইটিং এ বেশি মার্কস দিবেন না। তাহলে আপনারই ক্ষতি হবে। যা পাবেন তাই দিবেন।

এইতো আপনি জেনে গেলেন আপনার বর্তমান অবস্থা কী। কিন্তু সাথে এটাও জানলেন যে কোথায় কোথায় ঘাটতি, কিসে মার্ক কাটা গেলো। তাই কোথায় উন্নতি করতে হবে তা বুঝতে পারলেন। এবার প্রিপারেশন শুরু করা যায়।

কীভাবে প্রিপারেশন নিবেন:

Reading:
১) TPO থেকে মনোযোগ সহকারে ১৭ টা টেস্টের রিডিং অনুশীলন করে ফেলেন। এতেই হয়ে যাবে। রিডিং খুবই সোজা সেকশন। ইভেন কোশ্চেনের পাশে প্যাসেজ দেওয়া থাকে।

Listening:

১) আপনার অতি দ্রুত নোট নেওয়া শিখতে হবে। নোট নেওয়ার টিপস পরে দেওয়া আছে। দেখে নিবেন। 
২) কোন ইনফরমেশন মিস হয়ে গেলে ঘাবড়াবেন না। পরেরটাতে মনোযোগ দিন। যেটা এই মুহূর্তে বলতেছে সেটার নোট নেন। আগের মিস হওয়াটা ছেড়ে দেন। নাহলে আগেরটাও ঠিকভাবে নোট নিতে পারবেন না, এটাও শুনতে পারবেন না। ক্ষতি হবে বেশি।
৩) আমি মনে রাখতে পারবো- এরকম ভেবে নোট না নেওয়ার দু:সাহস দেখাবেন না। আপনি সবকিছু মনে রাখতে পারবেন না। মিস হবেই। চাইলে প্র‍্যাকটিস করে দেখতে পারেন যে নোট না নিলে কত আসে মার্ক। দেখবেন খারাপ করবেন। নোট নেওয়ার মেইন আইডিয়া হলো যে ওই শব্দগুলা দেখলে কাহিনীটা মনে পড়ে। এটা আপনার করতেই হবে

speaking: 
১) পরিচিত কারো সাথে কথা বলে স্পিকিং এ খুব একটা উন্নতি করতে পারবেন না। হাস্যকর শোনালেও এটা সত্যি। টোফেল পরীক্ষায় কোন মানুষের সাথে কথা বলতে হয় না। কম্পিউটারে ভয়েস রেকর্ড করে। এর জন্য সবচেয়ে ভালো প্র‍্যাকটিস হচ্ছে আয়নার সামনে কথা বলা প্র‍্যাকটিস করা। টপিক সামনে নিয়ে ড্রেসিং টেবিলের সামনে বসে একা একা কথা বলেন। ট্রাস্ট মি এটা বেশি কাজে দিবে।

২) স্পিকিং এর নোট সবচেয়ে ইম্পর্ট্যান্ট। প্রোপার নোট না থাকলে আপনি ভালো করতে পারবেন না। নিয়ম শেষে দেওয়া আছে। দেখে নিবেন।

writing: 
১) ওয়ার্ড কাউন্ট মাথায় রাখতে হবে। প্রথম কোশ্চেনে ২২৫ ওয়ার্ড চায়। আপনি লিখবেন ২৭৫-৩০০। 
২) দ্বিতীয়তে ৩০০ চায়। আপনি লিখবেন ৩৭৫-৪০০।
৩) complex, compound sentence structure খুব ভালো ভাবে রিভিউ করে নেন। ওরা এই জিনিসে জোর দেয় খুব বেশি। 
৪) গ্রামার মিসটেক করা যাবে না। এটা করলে মার্ক খুব কম আসবে। সাবধান।
৫) কানেক্টিং ওয়ার্ডস পড়বেন ১০-১৫ টা। কাজে দিবে।

কিছু এক্সট্রা টিপস:

১) রিডিং এ একেকটা প্যাসেজ ৫ মিনিট সময় নিবেন পড়ার জন্য। প্রথমেই কোশ্চেনে যাবেন না। প্যাসেজ পড়ে কোন কিছু নোট করতে হবে না। জাস্ট মেইন কাহিনীটা ধরতে হবে।

উদাহরণ: আচ্ছা ফার্স্টে বলছে এন্টার্কটিকায় বরফ গলে যাচ্ছে। সেকেন্ড প্যারায় বলছে এক লোক গবেষনা করে কারণ বের করছে। ২ টা কারণ আছে। দেন পরের প্যারায় আরেক লোক বলছে কারণ আরো থাকতে পারে। এ আরো দুইটা কারণ বলছে। ফোর্থ প্যারায় লেখক বলছে কার কারণ বেশি ঠিক। কেন ঠিক। লাস্টে গিয়ে বলছে আমরা অনেক বড় বাঁশ খাবো বরফ গলার কারণে।

জাস্ট এরকম করে মেইন কাহিনীটা বুঝে নিবেন।

২) লিসেনিং এ কনসেন্ট্রেশন একদম পিনপয়েন্টে ধরে রাখা টাফ। খেয়াল রাখবেন যেন রেকর্ডিং শুনার সময় আকাশ কুসুম চিন্তা না আসে। মন অন্যদিকে চলে গেলে মিস করবেন ইনফরমেশন। এজন্য আপনি এক নাগাড়ে খাতার দিকে তাকিয়ে থাকবেন। স্ক্রিনে দেখবেন না। কানে কথা আসবে, হাতে লিখে ফেলবেন। আর কিছু ভাববেন না।

লিসেনিং এর নোট নেওয়ার উপায়:

১) একেকটা কাজকে একেকটা ওয়ার্ডে লিখবেন। এজন্য ইউটিউবে Adam এর ভিডিও দেখবেন। সে ভালো এক্সপ্লেইন করে। 
২) ওয়ার্ডের থেকে ওয়ার্ডে তীর চিহ্ন দিবেন। এতে বুঝা সহজ হবে, লেখায় গতি আসবে। 
৩) হাতের লেখা ফাস্ট করবেন। একদম মেশিনের মত লিখবেন। একটা বাক্য বলার সময়ের ভিতর যেন ২-৩ টা শব্দ লিখে শেষ করতে পারেন।
৪) কারণ, সমস্যা, উদ্দেশ্য, উপায় ইত্যাদির দিকে খেয়াল রাখবেন। এগুলা থেকে প্রশ্ন আসে। কত সালে যুদ্ধ হইছে জানতে চাবে না। কেন হইছে সেটা জিজ্ঞেস করবে।

স্পিকিং এর নোট নেওয়ার উপায়:

১) প্রথম কোশ্চেনে মাত্র ১৫ সেকেন্ড সময় থাকে। আপনি কোশ্চেন শুরু হওয়ার আগেই খাতায় এরকম করে নিবেন:
_________

_________
__________

_________
__________

এই ড্যাশ টেনে নিবেন। এতে করে পার্ফেক্টলি চিন্তা করতে পারবেন। ড্যাশে এগুলো লিখবেন:

Topic

Reason 1
Example 1

Reason 2
Example 2

উদাহরণ দেখেন:

প্রশ্ন- Pick a place you like to visit often. Explain why you go there.

আপনার নোট:

Hatirjhil

Dhk cngstd, HJ opn spce
Beside the lake

Like to ride boat
No water Dhk, boat service HJ

২) এইটাতেও মাত্র ১৫ সেকেন্ড। আগেরটার মত নোট করবেন। Topic এর জায়গায় লিখবেন সাপোর্ট অথবা এগেইন্সট।

৩) এভাবে নোট করবেন:

Article. Speaker
______ _______
______ _______
______ _______

উদাহরণ: আর্টিকেল ২-৩ টা পয়েন্ট বলবে। স্পিকার এর বিরুদ্ধে বা পক্ষে বলবে।

আপনার নোটে আরটিকেলের পয়েন্টগুলা লিখে নিবেন শর্টে নিচে নিচে। তারপর স্পিকার যা বলে, তা ওই পয়েন্টের সাথে মিলায় লিখবেন।

৪) ৩ এর মত সেম।

৫) ৫,৬ ও প্রায় সেম। Article speaker এর জায়গায় speaker 1, speaker 2

৬) নোট দেখে বলা অভ্যাস করবেন। নোটের দিকে তাকায় তাকায় ভাববেন কী বাক্য বলা যায় জোস।

রাইটিং এর নোটের উপায়:

১) প্রথম কোশ্চেনের জন্য Adam এর ভিডিও দেখুন
২) দ্বিতীয় কোশ্চেনের জন্য Adam এর ভিডিও দেখবেন। ইন্ট্রোডাকশন ফলো করে বাকিটা লিখবেন।

পরীক্ষার দিনে করণীয়: 
১) গ্লুকোজ পানিতে মিশায়ে নিবেন। মাঝে ওইটা খাবেন দ্রুত এনার্জি দিবে।
২) হলে ঢোকার আগে টয়লেট সেরে নেন। নাহলে পরে বের হতে দিবে না, ঝামেলা করবে।
৩) ২ টা পেন্সিল নিয়ে নিবেন। লিসেনিং এ অনেক নোট নিতে হয়। মাঝে পেন্সিল ভেঙ্গে গেছিল আমার। রিফিল আসতে আসতে অনেক কিছু লিখতে পারি নাই প্রোপারলি। শিস দুই আঙ্গুলে ধরে লিখছি। 
৪) দরজার কাছের সিটে বসবেন। আগে পরীক্ষা শুরু করতে পারবেন। যত ভিতরে বসবেন তত পরে শুরু হবে। সবচেয়ে বাইরে বসার চেষ্টা করবেন। 
৫) রিডিং আর লিসেনিং দ্রুত করবেন। স্পিকিং সেকশন যেন আপনার আগে কেউ শুরু করতে না পারে। নাহলে তার কথার কারণে আপনি লিসেনিং এ বাঁশ খাবেন। 
৬) সবচেয়ে ভালো হয় যদি আপনি স্পিকিং একা একা শেষ করতে পারেন। অনেকের কথার মধ্যে কথা বলা টাফ। চেষ্টা করবেন যেন অন্যদের লিসেনিং শেষ হওয়ার আগে আপনার স্পিকিং শেষ হয়ে যায়।
৭) রাইটিং এ বেশি ওয়ার্ড লিখবেন না। আর দ্রুত নোট করবেন। নাহলে আপনি চেক করার সময় পাবেন না। বানান ভুল গ্রামার ভুলে অনেক মার্ক যায়। 
৮) নিজের এবিলিটির ভিতর থাকবেন। যে শব্দের উচ্চারণ জানেন না সেটা বলতে যাবেন না। যেটার বানান শিওর না, লিখবেন না। 
৯) বেশি দ্রুত করতে গিয়ে ভুল করবেন না।
১০) একসেন্ট করার কোন প্রয়োজন নাই। আমার একসেন্ট খ্যাত বাঙাল একসেন্ট। ব্রিটিশ একসেন্ট ওলা মানুষের চেয়ে আমি ফ্লুয়েন্টলি বলতে পারি। পয়েন্ট হচ্ছে না থেমে ফ্লুয়েন্টলি বলে যাওয়া। জড়তা না থাকা। TOEFL means test of English as FOREIGN language. FOREIGN. They don't expect you to have native accent.

কারো কাজে লাগলে খুশি হবো, ধন্যবাদ!

===========================================================================================

যারা জি,আর,ই ভারবাল নিয়ে চিন্তিত তারা ভিডিও গুলো দেখতে পারেনঃ জি ,আর, ই হাই ফ্রিকুয়েন্সি ওয়ার্ড

জি,আর,ই জিওমেট্রি পার্ট নিয়ে যারা চিন্তিতঃ জিওমেট্রি ইন ওয়ান প্লে লিস্ট

You would also like to know: I20 is the most important document that you will need for a student visa in the USA.

Related Posts


Recent Posts


Categories


Tags