Search any words, questions and so on here.

শুন্য থেকে জিআরই (GRE) প্রস্তুতি ০২

শুন্য থেকে জিআরই (GRE) প্রস্তুতি ০২

জিআরই পরীক্ষা হচ্ছে মূলত আপনার ইংরেজি এবং গণিতের বেসিক পরীক্ষা করার একটি অনন্য উপায়. যদিও বেসিক পরীক্ষা কিন্তু আসলে সাধারণ জিনিসগুলো আমাদের অনেকের কাছেই সাধারণ নয়
বিশেষ করে অন্য পরীক্ষাগুলোর মতো জিআরইও হচ্ছে এক রকম সীমিত সময়ের পরীক্ষা. পর্যাপ্ত কিংবা আরো একটি বেশি সময় দিলে আমাদের অধিকাংশেরই জিআরই স্কোর বাড়ানো সম্ভব
সময় বাড়ানো সম্ভব নয় আমাদের পক্ষ থেকে কিন্তু আমরা চেষ্টা করতে পারি এই স্বল্প সময়ের মধ্যে সঠিক উত্তর বের করতে. এই জন্য দরকার দুটি প্রধান জিনিস - প্রস্তুতি এবং কৌশল
জিআরই' ওভারঅল প্রস্তুতি নিয়ে প্রথম পর্বে আলোচনা করা হয়েছে. এই পর্ব থেকে শুরু হলো কৌশল আলোচনার পর্ব
জিআরইতে গণিতের সেকশনটি নিয়ে বিজ্ঞানের ছাত্র-ছাত্রীদের এতটা মাথাধরা না থাকলেও ব্যবসায়, অর্থনীতি এবং সমাজ বিজ্ঞানের অন্য বিষয়গুলোর ছাত্র-ছাত্রীদের অনেক চিন্তিত হতে দেখা যায়. এর পিছনে মূল কারণ হচ্ছে গণিতের প্রতি আমাদের চিরন্তন ভীতি
আমাদের দেশে ছোটবেলা থেকেই অধিকাংশেরই গণিতের উপর এক রকমের নেগেটিভ মনোভাব চলে আসছে. গণিত বিষয়টি আসলে স্কুল কিংবা কলেজ লেভেলে তেমন কঠিন পর্যায়ের থাকে না. আবার জিআরইতে যে রকম গণিতের সমস্যা আছে সেগুলোও তেমন অতি কঠিন পর্যায়ের না.
তাহলে প্রশ্ন আসতেই পারে - সমস্যা কোথায় ? সমস্যা হচ্ছে আমাদের দেশে গণিত শেখানোর পদ্ধতিতে
একটু চিন্তা করলেই বুঝতে পারবেন যে, একটি গণিতের বই হাতে পাবার পর আমরা সাধারণত কি করি. স্কুল কিংবা কলেজ পর্যায়ে আমরা প্রথমেই শুরু করতাম অনুশীলনী থেকে সমস্যা সমাধানের মাধ্যমে. কিন্তু একটি বারও কি আমরা চিন্তা করেছি যে কেমন হতো যদি আমরা বাকি বিষয়গুলোর মতো আগে থিওরি কিংবা চ্যাপ্টার পড়বো তারপর সমস্যা সমাধান করবো
এই জিনিসটি যদি আমরা করতাম তাহলে মোটামুটি গণিতের ৬০% ভাগের বেশি ভয় আমাদের কেটে যেত
জিআরই' জন্য তাই আমাদের এই কাজটি করতে হবে. প্রথমে যে বইগুলোর লিস্ট আছে সে বইগুলো কিনে আগে পড়তে হবে. তারপর সমস্যা সমাধানে যেতে হবে. এটা অনেকটা আগে ম্যাপ দেখে কোনো জায়গায় যাওয়ার মতো
ম্যাপ না দেখলে কিন্তু যে কারোই নতুন কোনো জায়গায় যেতে 
সমস্যা হবে. তদ্রুপ জিআরই' গণিতের কিংবা কোয়ান্ট সেক্শনের জন্য আগে আমাদের বই থেকে থিওরি কিংবা বেসিক আইডিয়া নিয়ে নিতে হবে
তারপর করতে হবে সমস্যা সমাধানের কাজ. গণিতের থিওরি নিয়ে ভালো লিখা একটি বই হচ্ছে এস. এম. জাকির হোসাইন এর মনের পটে গণিতের রূপ বইটি. গণিতের থিওরি সম্পর্কে ভালো করে জানতে বইটি কাজে দিবে
তারপর আসে কি করে দ্রুত এবং অল্প সময়ের মধ্যে গণিতের সমস্যাগুলো সমাধান করা যায় সেই বিষয়ের কথায়. জিআরই' জন্য একটি শর্টকাট ম্যাথ বইয়েরও নাম আছে প্রথম পর্বে. শর্টকাট শেখার জন্য আরো একটি ভালো বই হচ্ছে Rapid Quantitative Aptitude - With Shortcuts & Tricks for Competitive Exams 
by Disha Experts. 
শর্টকাট দরকার আছে সত্য কিন্তু তার থেকে বেশি সত্য আমাদের নিজেদের গণিতের ক্যালকুলেশন স্পিড বাড়ানো
সারাদিন আমরা অনেক রকম লেনদেন করি. আর এই লেনদেনের ছোট কিংবা বড় যে রকম হিসেবের ক্ষেত্রে আমরা অধিকাংশই প্রবল রকমের ক্যালকুলেটর নির্ভর. আমার বাবাকে দেখতাম জীবনে ক্যালকুলেটর ছাড়াই মুখে মুখে এক বিয়ের খরচেরও হিসেবে করে ফেলতেন. এমনকি আমার বাবা কোনোদিন যে কোনো বড় হিসাবও একবারের বেশি দুইবার গণনা করতেন না.
অনেক সময় চিন্তা করতাম এই বিষয়টি নিয়ে. পরে বুঝলাম যে ছোট থেকে আমাদের এই রকম অনুশীলন করতে হবে. তাই আমি বলবো যদি জিআরই দেয়ার চিন্তা থাকে তাহলে আজ থেকেই ক্যালকুলেটরকে আপনার জীবন থেকে বাদ দিন
দৈন্দন্দিন হিসাব-নিকাশগুলো নিজে নিজে করার চেষ্টা করুন. এতে করে প্রথমে আপনার কষ্ট হবে বৈকি কিন্তু অন্তত মাস করার পর দেখবেন আমি অনেক কিছু দ্রুত করতে পারছেন যা পরবর্তীতে আপনাকে ভালো স্কোর করতে সাহায্য করবে
অনেকের কাছেই এই বিষয়গুলো নতুন এবং আলাদা মনে হবে. কিন্তু সবসময় মনে রাখবেন, পরীক্ষা দেয়ার জন্য শুধু বই পড়লেই হয় না, নিজেকে উন্নত করতে হয়. আমাদের দেশে আমরা মনে করি পরীক্ষা দেয়া হয় ভালো ফলাফলের জন্য. কিন্তু উন্নত দেশগুলোতে পরীক্ষা মানে হচ্ছে আপনি কত টুকু শিখলেন কিংবা নিজেকে আপনি কতটুকু পরিবর্তন করতে পেরেছেন

প্রথম পর্বের লিঙ্ক

তৃতীয় পর্বের লিঙ্ক


ভালো থাকুন, নিরাপদে থাকুন
আর অন্যায়কে সর্বদা না বলুন. একে অন্যের সাহায্য করুন
নূর-আল-আহাদ
বিবিএ (ইউনিভার্সিটি অফ ঢাকা) ১৪ তম ব্যাচ 
এমবিএ (ইউনিভার্সিটি পুত্রা মালয়েশিয়া
ফিনান্সিয়াল ইঞ্জিনিয়ারিং গবেষক (জাপান)
(Acquiring knowledge does not have a full-stop, rather it always has comma - Ahad)

Related Posts


Recent Posts


Categories


Tags