যারা কানাডা আসতে চান, তাদের জন্য কিছু কথা
লিখেছেনঃ মুহাম্মদ মেরোন হোসাইন
Thompson Rivers University - TRU World, Canada
যারা কানাডা আসতে চান অনেকেরই অনেক সময় বিশ্ববিদ্যালয়গুলোর খরচের জন্য কলেজে এপ্লাই করতে চান অথবা করতেও ভয় পান । অনেক সময় করেনই না । অনেককে দেখছি আবার আইএলটিএস এ স্কোর নূন্যতম ৬ থাকার কারনে এপ্লাই করেন না ,বার বার আইএলটিএস দিয়েও ৬.৫ আসে না । আবার ৬.৫ না থাকলে ওয়ার্ক পারমিট দেয় না এটাও একটা জনশ্রুতি আছে । কিন্তু এই তথ্যটা অর্ধসত্য । আশেপাশের দেশ থেকে জনস্রোত এর মত মানুষ আসতেছে আর আমরা মানুষকে বিভিন্ন ভাবে ভয় দেখিয়ে আসতে নিরুৎসাহিত করি মাঝে মাঝে? আসুক না । আসার পর কোন না কোন ভাবে সারভাইভ করেই ফেলবে ।
প্রথমত ভিসা পাওয়ার প্রথম শর্ত ভাল বিশ্ববিদ্যালয়ে আবেদন করতে হবে । যদি আবেদন করতে না পারেন নানাবিধ কারনে তবে কানাডার ভাল কলেজগুলেতে আবেদন করতে হবে । অনার্সে পড়া সাবজেক্ট এর সাথে মাস্টার্স এর সাবজেক্ট এর যাতে মিল থাকে সেটা খেয়াল রাখবেন । মিল না থাকলে নতুন সাবজেক্টে এ কেন ক্যারিয়ার আগাবে সেটা ব্যাখ্যা করবেন স্টাডি প্ল্যানে। একটু গুগল করে এই তথ্য গুলো জেনে নিবেন ।
দ্বিতীয়ত আপনার আইএলটিএস স্কোর ৬.৫ থাকলে আলহামদুলিল্লাহ । অন্তত যাতে ৬ থাকে সেটা খেয়াল রাখবেন । আসার পরে আপনি প্লেসমেন্ট টেস্ট দিয়ে ইএসএল এভয়েড করতে পারবেন । না পারলে ইএসএল নিতে হবে।ইএসএলে আসলেও ওয়ার্ক পারমিট পাবেন । সেক্ষেত্রে আসার কিছুদিন পর আবেদন করতে হবে ওয়ার্ক পারমিট এর জন্য। চেষ্টা করবেন দেশ থেকেই যাতে ৬.৫ পেয়ে আসেন ।ইএসএল এর ফাও টাকা দিলে শরীর খুব জ্বলবে ।
তৃতীয়ত আপনার যিনি স্পন্সর হবেন তার প্রতিটা পেপার “টু দা পয়েন্ট হতে হবে “ - ব্যাংকে ৩০-৫০ লাখ টাকা,৬ মাস অন্তত রাখতে হবে,সোর্স অফ ইনকাম,ট্যাক্স পেপার , প্রোপার্টি ইভাউলিশন , সহ যা যা লাগে সব সুন্দর ভাবে দিবেন কোন মিথ্যার আশ্রয় না নিয়ে । পরিচিত কোন আইনজিবীর সাথে কথা বলবেন। তিনি স্পন্সরের সব পেপার সুন্দর করে রেডী করে দিবে।
স্টাডি প্ল্যানটা খুব সুন্দর ভাবে লিখবেন। কেন কানাডা আসবেন,কেন কানাডার ডিগ্রী দরকার , কেন বাংলাদেশে ফেরত যাবেন 😬
আর হা এখানে এসে আপনি নিজের থাকা খাওয়া নিজে উঠাতে পারবেন পার্ট টাইম জব করে । সামারে চার মাস খুব খুব পরিশ্রম করলে একটা টিউশন ফি দিলেও দিতে পারবেন । অনেকেই আছে দিচ্ছে । অর্ধেকের বেশী টাকা দেশ থেকেই আনা লাগবে । না লাগলে আপনার কপাল ভাল ।আসার আগে সুন্দর করে গাড়ী চালানো শিখে লাইসেন্সটা নিয়ে আসবেন ।
অনেকেই এমবিএ/মাস্টার্সে আসতে চাইলেও সাহস করেন না খরচ আর রিকোয়ারমেন্টস এর জন্য । সেক্ষেত্রে আপনাদের জন্য ভাল অপশন হচ্ছে পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা । দুই বছররের কোর্স, খরচ কম,তিন বছরের ওয়ার্ক পারমিট । অনেক বিশ্ববিদ্যালয় আছে যেগুলো থেকে পোস্ট গ্র্যাজুয়েট করা যায় , সুনাম ও আছে ,ভিসাও হচ্ছে । গুগল করে জেনে নিবেন ।
ভাই কোন বিশ্ববিদ্যালয় ভাল/কলেজ ভাল, কোনটার ফি কত, জব পাওয়া যায় নাকি , বাসা ভাড়া কত , ব্যাংক স্টেটমেন্ট কত দেখাইছেন, অফার লেটার কিভাবে নিব ,আইএলটিএস কোথা থেকে করবো এসব সোজা জিনিস নিজেরা বের করুন ।গ্রুপ ঘাটুন । পেয়ে যাবেন । আমি প্রতিটা তথ্য বিভিন্ন গ্রুপ থেকে নিয়ে নিজে এপ্লাই করে ভিসা পাইছি ।দালাল থেকে দূরে থাকুন । লাগলে আমাদের গ্রুপ মেম্বারদের দুই-চার হাজার টাকা বিকাশ করুন তাও দালালদের টাকা দিয়েন না ।😋😋
যাদের পরিবার আর্থিক ভাবে দূর্বল ,একটার বেশী সেমিস্টার ফি দিতে পারবে না তারা টাকা দিয়ে আসার থেকে মেধা দিয়ে কিভাবে আসা যায় সে প্রক্রিয়ায় আসুন । কানাডা এসেই টাকা কামিয়ে পড়শুনা করে ফেলব এটা অলীক কল্পনা । না হলে এখানে এসে নিজেও বিপদে পড়বেন , পরিবারকেও বিপদে ফেলবেন।
আর হা, কানাডা আসলে গাঁজা খাওয়া থেকে দূরে থাকবেন।
===========================================================================================
যারা জি,আর,ই ভারবাল নিয়ে চিন্তিত তারা ভিডিও গুলো দেখতে পারেনঃ জি ,আর, ই হাই ফ্রিকুয়েন্সি ওয়ার্ড
You would also like to know: I20 is the most important document that you will need for a student visa in the USA.
Related Posts
- IELTS প্রবচন পর্ব - ০৮
- উচ্চশিক্ষায় সিজিপিএ বনাম জিআরই
- বাংলাদেশে ইংরেজি শেখার পদ্ধতিগত ভুল এবং উত্তরণের কৌশল
- শুন্য থেকে জি আর ই (GRE) প্রস্তুতিঃ পর্ব- ০৬
- জি আর ই প্রস্তুতি যারা নিচ্ছেন বা নিবেন তাদের জন্য : জি আর ই ম্যাটেরিয়াল বাছাই বিড়ম্বনা
Recent Posts
- GRE verbal reasoning effective time management strategy
- Should you take home based GRE test?
- IELTS প্রবচন পর্ব - ০৮
- উচ্চশিক্ষায় সিজিপিএ বনাম জিআরই
- জি আর ই সম্পর্কে জানা অজানার কিছু মজার ও গুরুত্বপূর্ণ তথ্য
Categories
- Interview
- Tutorial
- Standard Test
- Documents
- Decision Making
- Preparation
- Funding
- University Selection
- Living Abroad
- Others
- Scholarship
- Journals
- Application
- Research
- Life in USA
- International Tour
- Job
Tags
- USA
- Speaking
- IELTS
- GRE Math
- TOEFL
- GRE
- Europe
- SOP
- Sweden
- Canada
- video
- Research
- Mechanical
- Texas
- Miscellaneous
- Passport
- Resume
- CV
- Letter of Recommendation
- GMAT
- Germany
- Japan
- University Ranking
- Fulbright
- SAT
- publications
- Professor
- Masters
- PhD
- Back Bencher
- Low CGPA
- Australia
- Listening
- Study Plan
- Scholarship Application Bangladesh
- Commonwealth Shared Scholarship
- Merit Scholarships
- How to apply for commonwealth scholarship
- Chevening scholarship bangladesh
- Scholarship for bangladeshi students
- Advice
- Ethics
- higher study prep gre test prep
- VISA
- Wi-Fi
- Business graduate
- Air ticket
- Switzerland
- MBBS
- Medical
- Learning english
- Statement of Purpose
- GRE Verbal