Search any words, questions and so on here.

শুন্য থেকে জি আর ই (GRE) প্রস্তুতিঃ পর্ব- ০৬

শুন্য থেকে জি আর ই (GRE) প্রস্তুতিঃ পর্ব- ০৬

জিআরই' ভার্বাল অংশের একটি গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে Sentence Completion. জিআরই পরীক্ষার ভার্বাল অংশে প্রায় ১২ টির মতো Sentence Completion প্রশ্ন পেতে পারেন.

Sentence completion অনেক রকমের হতে পারে - যেমন one blank, two blanks এবং three blanks questions.

জিআরই পরীক্ষায় আপনি প্রায় ৪টির মতো one blank, থেকে ৫টির মতো two blanks এবং থেকে ৪টির মতো three blanks sentence completion এর প্রশ্ন পেতে পারেন.

জিআরই Sentence Completion অংশটিতে আসলে ভালো করার মতো তেমন কোনো শর্ট-কাট নেই, তবে বেশ কিছু নিয়ম মেনে নিয়মিত অনুশীলন করলে এই ধরণের প্রশ্ন খুব সহজেই সমাধান করা যায়.

জিআরই' Sentence Completion সমাধানের সময় নিচের নিয়মগুলো মেনে চললে ভালো স্কোর আশা করা যেতে পারে

. প্রথমেই পুরো বাক্যটি পড়ে ফেলতে হবে answer choiceগুলো সহ.

. এই পর্যায়ে বাক্যটিকে দুই-তিনটি ভাগে ভাগ করে পড়ে দেখতে হবে এবং অর্থের সাথে মিল রেখে নিজের মতো করে ওয়ার্ড দিয়ে শুন্যস্থানটি পূরণ করার চেষ্টা করতে হবে.

তবে অনেক সময় আপনি হয়তো শুন্যস্থানটিতে তেমন ওয়ার্ড দিতে ব্যর্থ হতে পারেন. এই ক্ষেত্রে সরাসরি answer choice থেকে উত্তর এনে দেখতে হবে বাক্যের অর্থের ঠিক আছে কিনা.

. অনেক সময় আপনি বাক্যের শুরু থেকে মেলাতে ব্যর্থ হতে পারেন. সেই ক্ষেত্রে বাক্যের শেষের থেকে শুরু করতে হবে. শেষের থেকে শুরু করে শুরুর সাথে শেষের মিল ঘটাতে answer choice থেকে answer বসিয়ে দেখতে হবে.

. অনেক সময় answer choice এমন কিছু ওয়ার্ড থাকতে পারে যেগুলোর অর্থ সম্পর্কে আপনার তেমন একটা আইডিয়া নেই কিংবা কিছু ওয়ার্ড আপনার অজানা. সেই ক্ষেত্রেও আপনাকে একটু বুদ্ধি খাটাতে হবে.

প্রথমেই আপনাকে দেখতে হবে আপনি পুরো বাক্যের অর্থ ধরতে পেরেছেন কিনা.

তারপর আপনাকে দেখতে হবে বাক্যটি কি ধরণের অর্থের ইঙ্গিত দিচ্ছে. একটি বাক্য অনেক রকম অর্থের ইঙ্গিত দিতে পারে যেমন – cause-effect, negative, positive, impact, contrast, support process ইত্যাদি. এই ক্ষেত্রে আপনাকে answer choice গুলোর সাথে মিলিয়ে সবচেয়ে সম্ভাব্য চয়েসটিই দিতে হবে.

সবশেষে, জিআরই' Sentence Completion ভালো করতে হলে অনুশীলনের বিকল্প নেই. মনে রাখতে হবে, যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষার অভিপ্রায় কিন্তু সব থেকে ভালো কাউকে খুঁজে বের করা নয়. বরং যে কম সময়ে সঠিক উত্তর বের করতে পারবে তাকে খোঁজা হয়ে থাকে.

তাই এই সকল পরীক্ষায় ভালো করতে হলে দরকার নিয়মিত অনুশীলন এবং প্ৰয়োজনীয় কৌশল. এই দুটোর পারফেক্ট কম্বিনেশনে ভালো স্কোর করা সম্ভব.

জিআরই' জন্য অনেকেই অনেক বড় ওয়ার্ডলিস্ট সাজেস্ট করে থাকেন. কিন্তু আসলে এত বেশি ওয়ার্ড পড়ার কোনো দরকার নেই ৫০০-৭০০ ওয়ার্ড ঠিক মতো অনুশীলন করলে জিআরইতে ভালো স্কোর করা সম্ভব. এক্ষেত্রে এরকম একটি ওয়ার্ড লিস্ট নিয়ে কাজ চলছে. এই বছরের মধ্যেই আশা করছি বইটি সবার কাছে পৌঁছাতে পারবো.

প্রথম পর্বের লিঙ্ক

দ্বিতীয় পর্বের লিঙ্ক

তৃতীয় পর্বের লিঙ্ক

চতুর্থ পর্বের লিঙ্ক


সবার সাফল্য কামনা করছি. 
ভালো থাকুন, নিরাপদে থাকুন. 
আর অন্যায়কে সর্বদা না বলুন. একে অন্যের সাহায্য করুন. 
 

লেখক পরিচিতিঃ 

নূর-আল-আহাদ
বিবিএ (ইউনিভার্সিটি অফ ঢাকা) ১৪ তম ব্যাচ 
এমবিএ (ইউনিভার্সিটি পুত্রা মালয়েশিয়া) 
ফিনান্সিয়াল ইঞ্জিনিয়ারিং গবেষক (জাপান)
(Acquiring knowledge does not have a full-stop, rather it always has comma - Ahad)

" The faith of the bird is not in the branch; but in its wings". 

===========================================================================================

যারা জি,আর,ই ভারবাল নিয়ে চিন্তিত তারা ভিডিও গুলো দেখতে পারেনঃ জি ,আর, ই হাই ফ্রিকুয়েন্সি ওয়ার্ড

জি,আর,ই জিওমেট্রি পার্ট নিয়ে যারা চিন্তিতঃ জিওমেট্রি ইন ওয়ান প্লে লিস্ট

You would also like to know: I20 is the most important document that you will need for a student visa in the USA.

Related Posts


Recent Posts


Categories


Tags