Search any words, questions and so on here.

IELTS প্রবচন পর্ব - ০৭

IELTS প্রবচন পর্ব - ০৭

IELTS পরীক্ষার জন্য পড়াশোনার কৌশল এবং রাইটিং সেকশন নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে বিগত দিনের পর্বগুলোতে. আজকের পর্বের বিষয় হচ্ছে listening সেকশন নিয়ে. 
IELTS পরীক্ষার listening অংশ ৩০ মিনিটের হয়ে থাকে.এই অংশে ৪ টি সেকশন থাকে এবং সবমিলে প্রশ্ন থাকে ৪০ টির মতো. 
৪ টি সেক্শনে মূলত ৪ রকমের listening থাকে - 
সেকশন ১ - এই সেক্শনে থাকে দুজনের মধ্যে সাধারণ কথোপকোন. 
সেকশন ২ - এই সেক্শনে মূলত একজন ভাষ্যকার বক্তৃতা দেন. এই সেক্শনটি মূলত মনোলোগ. এবং এটি social context এর হয়ে থাকে. 
সেকশন ৩ এবং সেকশন ৪ - এই দুটি সেক্শনে শিক্ষা এবং ট্রেনিং সংক্রান্ত বিষয়গুলো থাকে. সেকশন ৩ তে ৩ থেকে ৪ জন মানুষ একটি আলোচনা অনুষ্ঠানে অংশগ্রহণ করে থাকে. আর সেকশন ৪ এ একক ভাষ্য থাকে যা মূলত academic type এর হয়. 


IELTS এর listening অংশে ভালো করার জন্য আসলে তেমন কোনো শর্ট-কাট নেই. তবে বেশকিছু নিয়ম মেনে অনুশীলন করলে এই অংশে ভালো করা যায়. 


১. প্রতিটি সেক্শনের ইন্ট্রোডাকশন ভালো করে শুনতে হবে. এতে করে মোটের উপর সিচুয়েশনটির উপর আপনার একটি ধারণা চলে আসবে. 


২. প্রতিটি সেক্শনের শুরুর আগে প্রশ্নগুলো একনজরে দেখে নিতে হবে. 


৩. শোনার সাথে সাথে উত্তর করতে হবে সরাসরি Answer Sheet এ. এতে করে অনেক দ্রুত উত্তর করা যাবে. পরে শেষের ১০ মিনিটে আপনি Answer Sheet এর উত্তরগুলো থেকে প্রশ্নপত্রে উত্তরগুলো মার্ক করতে পারবেন. 


৪. কোনো প্রশ্নের উত্তর নিয়ে একটু confusion থাকলেও তা বাদ না দিয়ে উত্তর দিয়ে আসতে হবে. 


৫. উত্তর দেয়ার সময় অবশ্যই স্পেলিং এবং গ্রামার ঠিক আছে কিনা তা দেখে নিবেন. 


৬. শোনার সময় অবশ্যই কীওয়ার্ড যেমন নাম, জায়গা, তারিখ ইত্যাদি বিষয়গুলোর উপর ভালো করে নজর দিতে হবে. কারণ বেশকিছু প্রশ্ন থাকে যেগুলোর উত্তর দিতে এই রকম মনে রাখা কীওয়ার্ডগুলো লাগবে. 


মোটামুটি এই রকম করে উত্তর করলে আপনার ভালো স্কোর আসবে. কিন্তু পরীক্ষার আগে বাসায় একটি ভালো প্রস্তুতির দরকার আছে. 
তাই উপরের নিয়মগুলো মেনে চলা ছাড়াও বাসায় অনুশীলন করার জন্য নিচের কিছু নিয়ম মেনে চলতে হবে-


১. প্রথমেই (https://takeielts.britishcouncil.org/take-iel…/…/test-format )সাইট থেকে IELTS এর উত্তর দেয়ার Answer Sheet (PDF) ডাউনলোড করে নিতে হবে. ডাউনলোডকৃত শিট বেশি করে কপি কিংবা প্রিন্ট করে নিতে হবে 
২. তারপর উপরের নিয়ম মেনে প্রতিদিন একটি একটি সেকশন করে অনুশীলন করতে হবে. 


৩. এই ক্ষেত্রে আপনি ল্যাপটপ কিংবা মোবাইল এর সাহায্য নিতে পারেন. সিডি থেকে লিসটেনিং অংশ মোবাইল কিংবা ল্যাপটপে ট্রান্সফার করতে হবে. 


৪. প্রথম প্রথম আপনার ভুল হবে. এইটা স্বাভাবিক. তবে প্রতিদিন অনুশীলন করলে আসতে আসতে ভুলের পরিমান কমে আসবে. 


৫. প্রথমে সিডি শুনে নিজে নিজে উত্তর করতে হবে answer sheet এ. তারপর উত্তরমালার সাথে উত্তর মিলিয়ে দেখতে হবে. এতে করে আপনি আপনার ভুলগুলো সম্পর্কে জানতে পারবেন. 

পড়ে আসু্ন ঃ

 IELTS প্রবচন পর্ব - ০১

IELTS প্রবচন পর্ব - ০২

IELTS প্রবচন পর্ব - ০৩

IELTS প্রবচন পর্ব - ০৪

IELTS প্রবচন পর্ব - ০৫

IELTS প্রবচন পর্ব - ০৬

লেখক পরিচিতিঃ 

নূর-আল-আহাদ

বিবিএ (ইউনিভার্সিটি অফ ঢাকা) ১৪ তম ব্যাচ

এমবিএ (ইউনিভার্সিটি পুত্রা মালয়েশিয়া)

ফিনান্সিয়াল ইঞ্জিনিয়ারিং গবেষক (জাপান)

সার্টিফাইড প্রফেশনাল ফরেনসিক একাউন্টেন্ট (চলমান)

পরিশেষে, মাথা ঠান্ডা রেখে অনুশীলন করুন. আপনার সফলতা আসবেই. 

ভালো থাকুন, নিরাপদে থাকুন. 
আর অন্যায়কে সর্বদা না বলুন. একে অন্যের সাহায্য করুন. 

Acquiring knowledge does not have a full-stop, rather it always has comma - Ahad

===========================================================================================

যারা জি,আর,ই ভারবাল নিয়ে চিন্তিত তারা ভিডিও গুলো দেখতে পারেনঃ জি ,আর, ই হাই ফ্রিকুয়েন্সি ওয়ার্ড

জি,আর,ই জিওমেট্রি পার্ট নিয়ে যারা চিন্তিতঃ জিওমেট্রি ইন ওয়ান প্লে লিস্ট

You would also like to know: I20 is the most important document that you will need for a student visa in the USA.

Related Posts


Recent Posts


Categories


Tags