Search any words, questions and so on here.

আমেরিকায় চাকরি Apply for OPT পর্ব-১

আমেরিকায় চাকরি Apply for OPT পর্ব-১

Higher Study-র পরে অনেকেরই স্বপ্ন থাকে আমেরিকাতে স্থায়ীভাবে থাকার, তার অন্যতম উপায় হল চাকরি। গ্রুপে এটা নিয়ে তেমন কিছু পেলাম না তাই নিজেই চেষ্টা করলাম কিছু লেখার। কারও যদি উপকার হয় তাহলেই এই চেষ্টা সার্থক। আজ থাকল কিভাবে Employment Authorization এর জন্য আবেদন করতে হয় সেটার বর্ণনা।

প্রথমেই বলে নেই, USA-তে সাধারনত চাকরি করা যায় দুইভাবে।
১. Curricular Practical Training (CPT)
- শুধুমাত্র Graduation এর আগে প্রযোজ্য, মেয়াদ সর্বোচ্চ ১২ মাস (ফুলটাইম কাজের জন্য)
২. Optional Practical Training (OPT)
- মেয়াদ প্রথমে ১২ মাস, শুধুমাত্র STEM Student-দের জন্য আরও ২৪ মাস
- Graduation এর আগে-পরে যেকোনো সময়ের জন্য প্রযোজ্য, অর্থাৎ চাকরির মাধ্যমে স্থায়ীভাবে থাকতে চাইলে এই process-এই সাধারণত যেতে হয়।


Optional Practical Training (OPT) এপ্লিকেশনের বৃত্তান্তঃ
প্রয়োজনীয় ডকুমেন্টসঃ
১. ফর্ম i-765 (সাথে DSO থেকে প্রাপ্ত নতুন i-20)
২. I-94 এর ফটোকপি (সামনে এবং পিছনে)
৩. Employment Authorization Document (EAD) এর ফটোকপি (যদি আগে থাকে)
৪. ২ কপি পাসপোর্ট সাইজ ফটো (২ x ২ ইঞ্চি)
- ছবি রঙিন হতে হবে
- ছবির ব্যাকগ্রাউন্ড হবে White/Off-white
- Head height should be 1” to 1.375” from top to bottom of chin, and eye height between 1.125’’ to 1.375” from bottom of photo.
- ছবির পিছনে পেন্সিল দিয়ে নিজের নাম এবং i-94 নাম্বার লিখতে হবে
৫. পাসপোর্টের ফটোকপি (জীবনবৃত্তান্ত এবং ভিসা)
৬. আগের সকল i-20 এর ফটোকপি
৭. $410 USD এর চেক/মানি অর্ডার U.S. Department of Homeland Security বরাবর


ফর্ম i-765:
• লিঙ্কঃ https://www.uscis.gov/i-765
• প্রথমবার Post-completion OPT অ্যাপ্লিকেশন করার সময় অবশ্যই ফর্মের Item#20 এ ( c )( 3 )(B) লিখতে হবে। আর Pre-completion OPT এর ক্ষেত্রে ( c )( 3 )(A) লিখতে হবে।
• বাকি সব Instruction উপরের লিঙ্কে পাওয়া যাবে।


সবকিছু পাঠানোর ঠিকানা পাওয়া যাবে এইখানেঃ
https://www.uscis.gov/forms/forms-information/uscis-phoenix-and-dallas-lockbox-facilities

মনে রাখতে হবে, স্টুডেন্ট এর বর্তমান ঠিকানার উপর নির্ভর করবে কোন ঠিকানায় পাঠাতে হবে।

দ্রষ্টব্যঃ
• Graduation date এর পরের ৬০ দিনের মধ্যে যেকোনো তারিখে OPT শুরু করা যাবে। কিন্তু Graduation date আর OPT start date এর মাঝখানে কোথাও employee হওয়া অবৈধ।
• USCIS website অনুসারে OPT application করার পরে ৯০ দিনের মধ্যে EAD card পাওয়ার কথা। তবে সাধারনত তার আগেই চলে আসে। তবুও অন্তত দুই-আড়াই মাস হাতে রেখে এপ্লাই করা উচিত।
• USCIS সাধারনত Application পাওয়ার ২-৪ সপ্তাহের মধ্যে একটা Receipt নোটিস পাঠায়। এটা খুব গুরুত্বপূর্ণ কারন এটায় যে Confirmation Number থাকে সেটা ব্যবহার করে Application Status চেক করা যায়।
• কোন Job offer গ্রহণ করার আগে তারা E-verified কিনা সেটা দেখে নেওয়া ভালো, কারন শুধুমাত্র E-Verified কোম্পানিই OPT extension থেকে শুরু করে H-1B visa-র জন্য আবেদন করতে পারে। তবে প্রাথমিক ১২ মাসের OPT-র জন্য কোম্পানি E-Verified হওয়া আবশ্যক না। E-verification চেক করার লিঙ্কঃ
https://www.uscis.gov/e-verify/about-program/e-verify-employers-search-tool

Happy Job Hunting!

- Navid Imran
Feb 15, 2018

পর্ব ২.১ (Finding a Job) এখানে: https://higherstudyprep.com/blog/job-in-usa-apply-for-opt-part-2/

 

লেখক পরিচিতিঃ 

নাভিদ ইমরান

Test Engineer, Itron Inc.

Former teaching assistant and Math tutor, South Dakota State University,

Former Treasurer, Eta Kappa Nu (HKN)

===========================================================================================

যারা জি,আর,ই ভারবাল নিয়ে চিন্তিত তারা ভিডিও গুলো দেখতে পারেনঃ জি ,আর, ই হাই ফ্রিকুয়েন্সি ওয়ার্ড

জি,আর,ই জিওমেট্রি পার্ট নিয়ে যারা চিন্তিতঃ জিওমেট্রি ইন ওয়ান প্লে লিস্ট

You would also like to know: I20 is the most important document that you will need for a student visa in the USA.

Related Posts


Recent Posts


Categories


Tags